ফুটল কুসুম, নব কুঞ্জ কুটীর বন, কোকিল পঞ্চম গাবই রে। মলয়ানিল, হিম শিখরে সিধারল, পিয়া নিজদেশ না আইব রে।। অনিমিখ নিকট, নাহ মুখ নিরখিতে, তিরপিত নহি এ নয়ান। এ সব সময়, সহয়ে এত শঙ্কট, অবলা কঠিন পরাণ।। চন্দন চাঁদ, অধিক উতপাতই, উপবন অলি উতরোল। সময় বসন্ত, কান্ত দূরদেশ, জানলু বিহি প্রতিকূল।। দিনে দিনে খিন তনু, […]
keyboard_arrow_right