পন্থ ছোড় যমুনাতে যাইরে, সুন্দর কানাইরে, কানাইরে ওরে কানাই। পন্থে পাইয়া পরের স্ত্রী, কর তুমি বলাজুরি। আজি রাধার কলঙ্ক রহিবেরে।। শ্বাশুড়ি ননদী বৈরী, সে জ্বালায় আমি মরি। আবার কাটা ঘায়ে, নুন লাগাও তুমি রে।। আমি তো অবলা নারী, হস্তে মোর রাখছ ধরি। রাজপন্থে কর ঘুরাঘুরিরে।। তুমি কর হুড়াহুড়ি, আমি সরমেতে মরি। লোকে দেখিয়া খলখলাইয়া হাসেরে।। […]
keyboard_arrow_right