প্রেমানলে অঙ্গ জ্বলে ভাবে ভাবে প্রাণ যায় ওলো রাই চল রাই নদীয়ায়। তমাল-তরু-চিকণ-কালা, বংশী স্বরে দ্বিগুণ জ্বালা, ঘরে অরি কুব্জারাণী,অঙ্গ জুড়ে বিষে ছায়। চল সখি দেখি জলে, কুম্ভ বাঁধে দিয়ে গলে, নিদাগেতে দাগ লাগায়ে, চিত্ত চোরা কোথা যায়। নদীটির সোত উজান চলে, জল ভরিও দমের কলে, যতনে রাখিলে তারে, পূর্ণ-চন্দ্র দেখা পায়। এই নদীর নাই […]
keyboard_arrow_right