প্রাণি মোর কান্দে, কি ক্ষেণে ঠেকিয়া রহিলুঁ পিরীতির ফান্দে। পিরীতি কানু ছাড়িলা আমারে, তাপের তাপিনী হইয়া ভাসিলুঁ সাগরে। যার প্রেম রাখিয়া লোকের হইলুম বৈরী, দারুণ প্রেমের জ্বালা না দেখিলে মরি।। পিরীতি জনের কালা মরণের দারু, পিরীতি সবের বৈরী পরাণের গুরু। হীন আলি রাজা কহে সরস বুকে, কাল নাগে ডংশিলে ঔষধ গুরু-মুখে।
keyboard_arrow_right