• প্রাণ-পিয়া-দুখ শুনিঞা শশি-মুখি
    প্রাণ-পিয়া-দুখ শুনিঞা শশি-মুখি পুছই গদ-গদ বোল। অমল কুবলয় নয়ন যুগলহি গলয়ে ঝর ঝর লোর।। বেশ বিসাহন সবহু বিছুরল চললি পরিহরি মান। তেজল কুল-ভয় নাহি গৌরব মনহি জাগল কান।। পীন পয়োধর জঘন গুরুতর ভাবে গতি অতি মন্দ। আরতি অন্তর পন্থ দুরতর বিহিক বিরচন নিন্দ।। গঢ়ল মনরথে চঢ়ল সুন্দরি বিঘিনি বিপদ নাহি মান। মিলল ভামিনি কুঞ্জ-ধামিনি দাস […] keyboard_arrow_right
  • প্রাণদূতী–এ, এ, এ, আরে তোমার কানাইরে আনরে
    প্রাণদূতী–এ, এ, এ, আরে তোমার কানাইরে আনরে। কানাইয়ার শোকে তনু আমার হৈল ঝর ঝর, তুমি নি, আনিয়া দিবায় বন্ধুয়ার খবর। (আরে) যাও যাও ওগো দূতী বন্ধু আন চাইয়া, দেখি লৈমু বন্ধুয়ার রূপ নয়ান ভরিয়া। * * * দূতী বলে শুন কানাই তুমি আমার কথা, অবলা ত্যজিয়া তুমি বসি রৈছ কোথা ? কিশোরী দূতীর কথা শুনি […] keyboard_arrow_right
  • প্রাণনন্দিনী রাধা বিনোদিনী
    প্রাণনন্দিনী রাধা বিনোদিনী কোথা গিয়াছিলা তুমি। এ গোপনগরে প্রতি ঘরে ঘরে খুঁজিয়া ব্যাকুল আমি।। বিহান হইতে কাহার বাটীতে কোথা গিয়াছিলা বল। এ খীর মোদক চিনি কদলক কে তোর আঁচরে দিল।। আগোর চন্দন কস্তুরী কুমকুম কে রচিল তোর ভালে। কে বাঁধিল হেন বিনোদ লোটন নবমল্লিকার মালে।। অলকা তিলকে ললাটফলকে কে দিল চম্পকদাম। জ্ঞানদাস কহে সব বিবরণ […] keyboard_arrow_right
  • প্রাণনাথ আইও আইও কলঙ্কী রাধার মন্দিরে
    প্রাণনাথ আইও আইও কলঙ্কী রাধার মন্দিরে। আসলে কালা মনের জ্বালা। পাশরিয়া যাব গো দূরে।। কলঙ্কী রাধার মন্দিরে নিশাকালে একাতনা, হয়না জানু লোকের গো জানা, জানলে লোকে প্রেম রবে না আর নয় দরজার ঘর পরে চকি দেয় পারা দারে।। তুমি হইও মনচুরা, শিং দরজায় আমি গো খাড়া, দেখলে পরে কাজ হবে পূরা, রসরঙ্গে করব খেলা সুচিত্র […] keyboard_arrow_right
  • প্রাণনাথ বন্ধু আওরে নিশি গইয়া যায়
    প্রাণনাথ বন্ধু আওরে নিশি গইয়া যায়, বন্ধু না পাই তোমারে রে। নিশিযোগে থাকিরে নাথ শয্যার উপর। সারা নিশি গইয়া যায় নাথ হইল পসর।। নিকুঞ্জমন্দিরে থাকিরে নাথ হইয়াগমন। আমি অভাগীয়ে ডাকি নাথ দেও দরশন।। কুল মান গেলরে নাথ তোমার কারণ। দুঃখের দুঃখিনী আমি বন্ধু করহ মুছন।। তোর প্রেমের ভাবে মোর বন্ধু শোষিল পাঞ্জর। অভাগীর ভাবে কর […] keyboard_arrow_right
  • প্রাণনাথ ব্রজে না আইল এইরূপ যৌবন রহিল
    প্রাণনাথ ব্রজে না আইল এইরূপ যৌবন রহিল।।ধু এই ভরা যৌবন কালে শ্যাম ব্রজে নাই, বিরহিনী একাকিনী কান্দিআ গোমাই। শ্যামের লাগ্যা ভাব্যা সদাএ তনু মোর শেষ হৈল।। শতদল কমল মোর হইল বিকাশ, হেনঞি সময়ে হরি নাই মোর পাশ। সোনার মন্দির শূন্য আমার বৃথাএ এই জনম গেল।। যত ব্রজবাসী নারী পতি করি সং, যার যেই মন বাঞ্ছা […] keyboard_arrow_right
  • প্রাণনাথ একবার চাহিয়া কহ কথা
    প্রাণনাথ, একবার চাহিয়া কহ কথা। সে সুখ পাসর এবে তুঁহু মধুপুর যাবে রমণী মরমে দিয়া ব্যথা।। এমন করিবে তুমি স্বপনে নাহিক জানি তবে কি করিথু নব লেহা। তাপেতে তাপিনী যত তাহা না কহিব কত কুবচনে ভাজা এই দেহা।। অনেক কহিলে বাণী শুন ওহে যদুমণি সকল গোচর রাঙ্গা পায়। এবে নিদারুণ কেনে বধিয়া রমণীগণে কি সুখে […] keyboard_arrow_right
  • প্রাণনাথ কি আজু হৈল
    প্রাণনাথ কি আজু হৈল। কেমনে যাইব ঘরে নিশি পোহাইল।। মৃগমদ চন্দন বেশ গেল দূর। নয়নের কাজর গেল সিঁথার সিন্দূর।। যতনে পরাহ মোরে নিজ আভরণ। সঙ্গেতে লইয়া চল বঙ্কিম লোচন।। তোমার পীতবাস আমারে দাও পরি। উভ করি বান্ধ চূড়া আউলায়্যা কবরী।। তোমার গলের বনমালা দাও মোর গলে। মোর প্রিয়া সখা কৈও সুধাইলে গোকুলে।। বসু রামানন্দ ভণে […] keyboard_arrow_right
  • প্রাণনাথ কৃপা করি শুন দুঃখ মোর
    প্রাণনাথ কৃপা করি শুন দুঃখ মোর। আপন অনন্ত গুণে হেনমহাপাপিজনে দয়া কৈলা যার নাহি ওর।।ধ্রু।। প্রেম-সেবা-প্রাপ্ত্যুপায় উপদেশ দিলা তায় মুঞি তার না ছুইলুঁ গন্ধ। আপন করম-দোষে সেবিলুঁ বিষয়বিষে মোর দেখি পুন ভব-বন্ধ।। যত পাপ-সঞ্চার যত অপরাধ হয় তাহার আলয়-রূপ আমি। মোর মন দুষ্ট যত তাহা না কহিব কত কিবা নাহি জান প্রভু তুমি।। সেই সব […] keyboard_arrow_right
  • প্রাণনাথ কেমন করিব আমি
    প্রাণনাথ কেমন করিব আমি। তোমা বিনে মন করে উচাটন কে জানে কেমন তুমি।।ধ্রু।। না দেখি নয়ন ঝুরে অনুখণ দেখিতে তোমায় দেখি। সোঙরণে মন মুরছিত হেন মুদিয়া রহিয়ে আঁখি।। শ্রবণে শুনিয়া তোমার চরিত আন না ভাবয়ে মনে। নিমিষের আধ পাসরিতে নারি ঘুমাল্যে দেখি স্বপনে।। জাগিলে চেতন হারাইয়ে আমি তোমা নাম করি কান্দি। পরবোধ দেই এ রায় […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ