• প্রভাতে উঠিয়া মুখ পাখলিয়া
    প্রভাতে উঠিয়া মুখ পাখালিয়া বসিলা নিভৃতে গিয়া। মুকুর লইয়া নিজ মুখ তবে দেখয়ে আনন্দ হয়া।। চূড়ার উপরে মল্লিকার মালা বিথান হইয়া গেছে । অলকার মাঝে সিন্দূরের বিন্দু ভালেতে লাগিয়া আছে।। সিন্দূরের বিন্দু হেরিতে তখন রাধারে মনেতে হয়ে। অঙ্গ পুলকিত ছাড়িলা নিশাস নয়ানে ধারা যে বয়ে।। হেমই খমরে সুবল তখন দাঁড়াইলা আসি কাছে। মুখ নিরখিয়া চমকিত […] keyboard_arrow_right
  • প্রভাতে উঠিয়া রাণী কোলেতে যাদব মণি
    প্রভাতে উঠিয়া রাণী কোলেতে যাদব মণি স্তন্য দেয় মুখচান্দ দেখি। আরে বাছা বলি মোর সব অঙ্গে ফিরায় কর অন্তরে হইয়া বড় সুখি।। ধরিয়া মায়ের স্তন মুখে করি আরোপণ গোপাল টানিছে ধীরে ধীরে। কতোবা উদরে যায় কতো দুখ বাহিরায় মুখ বায়্যা পড়িছে শরীরে।। নন্দ আসি হেন কালে শোধাইছে যশোদারে দুখ কেন তোলে শ্যাম রায়। রাণী বোলে […] keyboard_arrow_right
  • প্রভাতে উঠিয়া শ্রীদাম সুবল
    প্রভাতে উঠিয়া শ্রীদাম সুবল আদি সখাগণ মেলি। নন্দের মন্দিরে চলে ধীরে ধীরে যশোদা বিলাপ বেলি।। যাইয়া তাহারে কতেক প্রকারে প্রবোধ বচন কৈয়া। আসিবার কালে হেরি ধেনুশালে পড়ে মুরছিত হৈয়া।। অনেক যতনে চেতন পাইয়া ধেনুগণ সভে লৈয়া। যমুনা কাননে চলে গোচারণে বিরহে বিভোর হৈয়া।। তুয়া প্রিয় সেই কদম্বের মূলে বসিয়া রাখাল মেলি। দুহুঁ দুহাঁ গলে ধরিয়া […] keyboard_arrow_right
  • প্রভাতে জাগিল গৌরচাঁদ
    প্রভাতে জাগিল গৌরচাঁদ। হেরই সকলে আনহি ছাঁদ।। ঘুমে ঢুলু ঢুলু নয়ন রাতা। আলসে ঈষৎ মুদিত পাতা।। আঙ্গুলি মুড়িয়া মোড়য়ে তনু। যৈছন অতনু কনক-ধনু।। দেখিতে আওল ভকতগণে। মিলিল বিহানে হরিষ মনে।। মুখ পাখালিয়া গৌরহরি। বৈসে নিজগণ চৌদিকে বেড়ি।। নদীয়ানগরে হেন বিলাস। যদুনাথ দেখে সদাই পাশ।। keyboard_arrow_right
  • প্রভাতে স্মরণ কীর্ত্তন
    শ্রীগুরুপ্রেমানন্দে নিতাই গৌর হরিবোল ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।। সপার্ষদ-শ্রীমন্মহাপ্রভুর নিকট প্রার্থনা ‘‘নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ গদাধর। জয় শচীনন্দন, জগজীব-তারণ, কেলি-কলুষ-নাশন অবতার।। ‘‘জয় শচীনন্দন,’’ ত্রিভুবন-বন্দন—জয় শচীনন্দন ভুবন-আনন্দন—জয় শচীনন্দন কীর্ত্তন-নটন—জয় শচীনন্দন নাটুয়া-বিনোদন—জয় শচীনন্দন প্রাণারামধন—জয় শচীনন্দন শচীদুলালিয়া—জয় শচীনন্দন কীর্ত্তন-বিনোদিয়া—জয় শচীনন্দন নদীয়া-ইন্দুয়া—জয় শচীনন্দন মাধুর্য্যামৃত-সিন্ধুয়া—জয় শচীনন্দন নাগরী-মোহনিয়া—জয় শচীনন্দন গদাধরের প্রাণবঁধুয়া—জয় শচীনন্দন কীর্ত্তন-নাটুয়া—জয় […] keyboard_arrow_right
  • প্রভু ডাকি হে তোমায়
    প্রভু ডাকি হে তোমায় ! প্রেমের আনলে মোর দেহা জ্বলি যায়। দেহা জ্বলি যায় রে মোর শোষিল পাঞ্জর, প্রতু বিনে কামানলে দগধে অন্তর। জাঙ্গালেসে আওরে বন্ধু জাঙ্গালেসে যাও, শ্রীকুলার হাটে গিয়া মুররী বাজাও। মুররী বাজাওরে বন্ধু পবন সহিত, অবলা রাধায় শুনি ব্যাকুল চিত। বাঁশীটি বাজাও প্রভু ঠাকুল দয়াল, বাঁশীতে আছয়ে বন্দী জগত সয়াল। জগত সয়াল […] keyboard_arrow_right
  • প্রভু প্রিয় প্রেম ধন কামানলে দহে অঙ্গ
    প্রভু প্রিয় প্রেম ধন, কামানলে দহে অঙ্গ না যায় সহন। অখিলের নাথ প্রভু জগত তারণ, তোর প্রেমে আনন্দিত সয়াল ভুবন। আমি দোষী কলঙ্কিনী তুই প্রভু নিরঞ্জন, কৃপায় কর মোর কলঙ্ক মোচন। বিরহেতে প্রাণদহে ব্যাকুল মন, প্রাণরক্ষা কর প্রভু দিয়া দরশন। লাহুত মঞ্জিলে প্রভু বিরাজ যখন, কিশোরীমোহন আসি মিলয়ে তখন। আনন্দে করয়ে প্রভু প্রেম আলাপন, প্রেমিকের […] keyboard_arrow_right
  • প্রভু বিনে অঙ্গ দহে শীতল হয় না পরাণী
    প্রভু বিনে অঙ্গ দহে শীতল হয় না পরাণী, সজনী প্রভু বিরহের শুন কাহিনী । বেভুল হইয়া ফিরি মনাকার, দিন যায় আপনার, নৌকায় ভরিয়া ধন পলাইল নীলমণি। বণিজের না জান ভাও, দেখিয়া ভর ধন, তুমি ডুবাইলায় কাঞ্চন, যমুনার তরঙ্গ দেখি ভয়ে কাঁপে পরাণী। নিজে বিনাশিয়া ধন, বরাবর অকারণ তুমি হারিলায় রতন, তরঙ্গ বিষম ঘাটে ঘাটে ধন […] keyboard_arrow_right
  • প্রভু কহে গৌরীদাস করহ রন্ধন
    প্রভু কহে গৌরীদাস করহ রন্ধন। চারিমূর্ত্তি একত্রেতে করিব ভোজন।। এত শুনি গৌরীদাসের আনন্দিত মন। স্নান করি (তারপর) করিল রন্ধন।। রন্ধন করিয়ে চারি ভোগ সাজাইল । আচম্বিতে চারিমূর্ত্তি দুয়ারে দেখিল।। আনন্দেতে চারিজন করয়ে ভোজন । তা দেখিতে গৌরীদাসের আনন্দিত মন।। প্রভু পাঠাইল তারে ভোজন করিতে। ভোজন করিয়ে আইল প্রভুর সাক্ষাতে।। প্রভু কহে গৌরীদাস শুনহ বচন । […] keyboard_arrow_right
  • প্রভু কহে নিত্যানন্দ সব জীব হৈল অন্ধ
    প্রভু কহে নিত্যানন্দ সব জীব হৈল অন্ধ কেহো ত না পাইল হরি নাম। এক নিবেদন তোরে নয়ানে দেখিবে যারে কৃপা করি লওয়াইবে নাম।। কৃতপাপী দুরাচর নিন্দুক পাষণ্ড আর কেহো যেন বঞ্চিত না হয়। শমন বলিয়া ভয় জীবে যেন নাহি হয় সুখে যেন হরি-নাম লয়।। কুমতি তার্কিক জন পড়ুয়া অধমগণ জন্মে জন্মে ভকতি-বিমুখ। কৃষ্ণ-প্রেম দান করি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ