প্যারী, ক্ষম অপরাধ আমার, মান তরঙ্গে কর পার।। তুমি রাধে কল্পতরু ভাব প্রেম রসের গুরু। তোমা সম অন্য কারু না দেখি জগতে আর।। পূর্বেরাগ অবধি যারে আশ্রয় দিলে নরেকারে। স্বল্প দোষে সে দাসেরে ত্যাগিলে কি পৌরুষ তোমার।। ভাল মন্দ যতই করি তথায়ে প্রেমদাস তোমারি। লালন বলে, মরি মরি হরির এ কি ঋণ স্বীকার।।
keyboard_arrow_right