পুর্ব্ব কথা কহি সুন অপুর্ব্ব কথন। দৈবকি-উদরে জন্ম হৈল সঙ্করসন।। দেবের বাক্যতা আছে সেকথা বিস্তার। বসুদেবের ছয় পুত্র বধে বারে বারে।। সপ্তম গর্ভে জন্ম হইলা সঙ্করসন। গর্ভে হইতে আনিবারে করিলা গমন।। দেবতার আজ্ঞা হইল–“সুনহ ভবানি। দৈবকির সপ্তম গর্ভ জানিল এ * *।। ছয় পুত্র নষ্ট করিলা জেই কংসাসুর। এই পুত্র হইবেক, বধির অসুর।। তুরিত গমনে […]
keyboard_arrow_right