পুরুখ রতন লেখিয়া লাখগুণ দেখিয়া না দেখিলুঁ পাছে। এঘর হইল পব সে সুখ সব দূর এ নারীর আর কেবা আছে। সই কি আর বোলসি মোরে। এ পাপ চিতে, নিতি যতেক উপজয়ে, সে কথা কহিব কাহারে। পিরিতি বিচ্ছেদ, মিরিতি অধিকহি, কহিল কত কত জনে সে সব বচন, শ্রবণে না শুনিয়ে, সে ফল বুঝি এ এখনে।। মনের […]
keyboard_arrow_right