• পুন সে ধরিল অতি মনোহর
    পুন সে ধরিল অতি মনোহর এ নব মুরতি বেশ। পরিধান নীল বসন ভূষণ অতি সুচাঁচর কেশ।। নব সে নলিন ভুবন-মোহন চিত্রের পুতলি যৈছে । কনক মঞ্জরি সুচারু গঠন বেকত দেখিল তৈছে।। সোণার প্রতিমা বিজুরি-উজোর নয়ান-ভঙ্গিমা তায়। কণক কটোরি বদরি সমান দেখি মন মূরছায়।। নীল শাড়ী তাহে ওড়নী ভঙ্গীমা চাহনি কটাক্ষে বাঁকে। মদন কম্পিত হইল বেকত […] keyboard_arrow_right
  • পুন হরি নাগরী চুম্বই বেরি বেরি
    পুন হরি নাগরী চুম্বই বেরি বেরি অধরসুধা করু পান। মদনমহোদধি উছলি উছলি পড়ু ডুবল নাগর কান।। উচ কুচ কলস পরশ করি নাগর ভাসই যৌবন বানে। নবরতি সুখে দুখ ধনী ভাবই নাহ মিনতি নাহি মানে।। কপট রোই ধনি পিয়া কর বারই করে কুচ রহলি ঝাঁপাই। বিথারল কেশ বেশ নীবি-বন্ধন উর মুড়ি আসন ছাপাই।। বিকট কপট দিব […] keyboard_arrow_right
  • পুনরপি রাই মুরলী বাজাই
    পুনরপি রাই মুরলী বাজাই উঠিল একটি ধ্বনি। প্রথম সন্ধান উঠিল সঘন কৃষ্ণ কৃষ্ণ উঠে বাণী।। কহে শ্যাম পর বাজে অপস্বর না উঠল রাধা নাম। আগে গাহ ধনী রাধা নাম শুনি তবে সুধা অনুপাম।। তবে হাসি ধনী রাজার নন্দিনী কহিছে কানুর কাছে। মুরলী শিখিতে বড় সাধ আছে শিখাহ যে আর আছে।। তুমি গুণমণি গুণের সাগর আমি […] keyboard_arrow_right
  • পুনরপি রাই মুরলী বাজাই
    পুনরপি রাই মুরলী বাজাই উঠিল একটি ধ্বনি । প্রথম সন্ধান উঠিল সঘন “কৃষ্ণ, কৃষ্ণ”–উঠে বাণী।। কহে শ্যাম পর “বাজে অপস্বর না উঠল রাধা নাম। আগে গাহ ধনী, রাধা নাম শুনি তবে সুধা অনুপাম।।” তবে হাসি ধনী, রাজার নন্দিনী কহিছে কানুর কাছে। “মুরলী শিখিতে বড় সাধ আছে শিখাহ যে আর আছে।। তুমি গুণমণি গুণের সাগর আমি […] keyboard_arrow_right
  • পুনি ভরমে রাহীহি পিআঞে জাএব কহি
    পুনি ভরমে রাহীহি পিআঞে জাএব কহি কোপ কইএ নীন্দ গেলী। জাগি উঠলি ধনি দেখি সেজ সুনি হরি বোলইতে নিন্দ গেলী।। মাধব ই তোর কঞোন গেঞানে। সবে সবতহু বোল, জে সহ সে বড় পরে বুঝবাহ অগেঞানে।। ভল ন কএল তোহে, পেঅসি অলপ কোহে।। দুর কর ছৈলক রীতি। ওছাসঞো হরি ন করিঅ সরি পরি তে করব রঅনি […] keyboard_arrow_right
  • পুনু চলি আবসি পুনু চলি জাসি
    পুনু চলি আবসি পুনু চলি জাসি। বোলও চাহসি কিছু বোলইতে লজাসি।। আস দইএ হরিকহু কিএ লেসি। অধরাও বচনে উতরো ন দেসি।। সুন দূতী তোঞে সরুপ কহ মোহি। সঙ্গ সঞো কপট হমর ভেল তোহি।। তহ্নিকরি কথা কহসি কাঁ লাগি। জূড়িহু হৃদয় পজারসি আসি।। তহ্নিকর কউসল মোরা পঅ দোস। কহলেও কহিনী বাঢ়য় রোস।। ভনই বিদ্যাপতি এহু রস […] keyboard_arrow_right
  • পুরপতি খেমহ যদি অপরাধ
    পুরপতি খেমহ যদি অপরাধ। মঝু মুখে নয়ন পসারি শুনহ সব কর জোরি কহ এক বাত।। রূপে গুণে কুলে শীলে যতেক কলাবতী গৌরী আরাধন কেল। তুয়া তনু পাশ বাতাস না পাওল নয়ন গোচর নাহি ভেল।। রাধা রমণী শিরোমণি জীবন পণ করি পাওল শ্যাম। মধুপুরি পন্থ কুবরি না রাখলি ঐছে কয়লি পরিণাম।। ঝামর শ্যামর কোমল বিমল তনু […] keyboard_arrow_right
  • পুরল পুর পুরজন পিসুনে
    পুরল পুর পুরজন পিসুনে জামিনী আধ অঁধার। বাহু তরি হরি পলটি জাএব পুনু জমুনা পার।। এ কুল কুলকলঙ্ক ডরাইঅ ও কুলে আরতি তোরি। পিরিতি লাগি পরাভব সহব ইথি অনুমতি মোরি।। কাহ্না তেজ ভুজ গিম পাস। পহু জনলে দুরন্ত বাঢ়ত হোএত রে উপহাস।। জগত কত ন জুব জুবতী কত ন লাবএ পেম। বাপু পুরুস বিচখন চাহিঅ […] keyboard_arrow_right
  • পুরাণ তোসনি জতে
    * * * * * * পুরাণ তোসনি জতে । গোলোক করিয়া ব্যাসেতে বর্ণিল চণ্ডীদাস জানে চিতে।। keyboard_arrow_right
  • পুরুখ রতন লেখিয়া লাখগুণ
    পুরুখ রতন লেখিয়া লাখগুণ দেখিয়া না দেখিলুঁ পাছে। এঘর হইল পব সে সুখ সব দূর এ নারীর আর কেবা আছে। সই কি আর বোলসি মোরে। এ পাপ চিতে, নিতি যতেক উপজয়ে, সে কথা কহিব কাহারে। পিরিতি বিচ্ছেদ, মিরিতি অধিকহি, কহিল কত কত জনে সে সব বচন, শ্রবণে না শুনিয়ে, সে ফল বুঝি এ এখনে।। মনের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ