• পুত্র কোলে করি বসু ভাবে মনে মনে
    পুত্র কোলে করি বসু ভাবে মনে মনে। কারাগার হৈতে বাহির হইব কেমনে।। দ্বারীগণ নিদ্রাগত দ্বার বিমোচন। দূরে গেল দুষ্ট দৈত্য-দারুণ-বন্ধন।। বাহির হইল বসু কোলে করি হরি। চলিল ব্রজের পথে নারায়ণ স্মরি।। ঘোর অন্ধকার পথ দেখিতে না পায়। বিদ্যুতে কিঞ্চিৎ আলো অনুসারে যায়।। জ্ঞানদাসেতে বলে কি চিন্তা তাহার। বিরিঞ্চি-বাঞ্ছিত চিন্তামণি কোলে যার।। keyboard_arrow_right
  • পুত্র কোলে করি জসদা সুন্দরী
    পুত্র কোলে করি জসদা সুন্দরী * * লোলে ভাসে। প্রসব-বেদনা সব পাসরিঞা মনের সহিত হাসে।।– “পরম ইশ্বর দেব হৃষীকেশে র [ * *]আলরি। তারা তুষ্ট হঞা অনুকুল পাঞা মোরে পুত্র দিল হরি।। এমত ছাআল হউক বলিআ [*] নে ছিল সাদ। বিধাতা সাপক্ষ হই তার পক্ষ ঘুচিল মনর বাদ।।” পুত্র-মুখ হেরি জসদা সুন্দরী [আন]ন্দে নাহিক থেহা। […] keyboard_arrow_right
  • পুত্র কোলে বসু যায় বারিধারা পড়ে তায়
    পুত্র কোলে বসু যায় বারিধারা পড়ে তায় আঁধারেতে নাহি পায় পথ। কোলেতে করিয়া হরি দু’নয়নে বহে বারি মনে মনে ভাবিতেছে কত ।। শ্রীঅনন্ত হেন কালে দূতপ্রায় হেন চলে ধীরে ধীরে করয়ে গমন। অন্তরে দারুণ ব্যথা কেমনে যাইব তথা মনে মনে স্মরে নারায়ণ।। যার নাম স্মরি যায় সেই হরি কোলে যার তাহাতে তাহার কিবা ভয়। জ্ঞানদাসেতে […] keyboard_arrow_right
  • পুত্র-মুখ হেরি দৈবকী সুন্দরী
    পুত্র-মুখ হেরি দৈবকী সুন্দরী কান্দিয়া আকুল বড় । “এমত ছাআলে কিরূপে রাখিব আমারে হইল পাড়।।” ভাবএ অন্তরে দৈবকী সুন্দরী দেখিয়া পুত্রের মুখ। হরস অন্তর বিকল হইছে আনচান করে বুক।।– “কি বুদ্ধি করিব কেমত উপায়ে বাঁচএ এহেন শিশু।” মনে আনচান না পারে বলিতে উপাএ না লাগে কিছু।। মনেতে চিন্তিল দেবকী সুন্দরী “শুন বসুদেব পতি। দেখিএ ছাআল […] keyboard_arrow_right
  • পুত্রমুদারমসূত যশোদা
    পুত্রমুদারমসূত যশোদা। সমজনি বল্লবততিরতিমোদা।।ধ্রু।। কোহপ্যুপনয়তি বিবিধমুপহারম্। নৃত্যতি কোহপি জনো বহুবারম্‌।। কোহপি মধুরমুপগায়তি গীতম্। বিকিরতি কোহপি সদধি-নবনীতম্।। কোহপি তনোতি মনোরথ-পূর্তিম্‌। পশ্যতি কোহপি সনাতন মূর্তিম্‌।। keyboard_arrow_right
  • পুন বলরাম রোহিণী-নন্দন
    পুন বলরাম রোহিণী-নন্দন ধরিল ধবল কায়া। হল কাঁধে করি আনন্দে মগন করিল বাজির ছায়া।। পুন তা ত্যজিয়া বৌদ্ধ-অবতার হইল মূরতি তিন। জগন্নাথ আর ভগ্নী সহোদরা সুভদ্রা তাহাতে চিন।। বলরাম পুন হইল তখন দেখে বৃকভানু রাজে। দেখিয়া মূরতি পরম পীরিতি পাওল সে সভামাঝে।। পুন তা ত্যজিয়া কল্কি-অবতার ধরেন মূরতি কায়া। অশ্বের উপরে ধরি দুইকরে সংহার অনুপ […] keyboard_arrow_right
  • পুন আর বার আসি তরাতর
    পুন আর বার আসি তরাতর বাশুলী জগতমাতা। ধরিয়া রামিণী কহিছেন বাণী শুনহ আমার কথা।। যাহা কহি বাণী শুনহ রামিণী এ কথা ভুবন-পার। পরকীয়া রতি করহ আরতি সেই সে ভজন-সার।। চণ্ডীদাস নামে আছে একজন তাহারে আরোপ কর। অবশ্য করিলে নিত্যধামে যাবে আমার বচন ধর।। নেত্রে বেদ দিয়া সদাই ভজিবা আনন্দে থাকিবা তবে। সমুদ্র ছাড়িয়া নরকে যাইবা […] keyboard_arrow_right
  • পুন কি এমন দশা মোর
    পুন কি এমন দশা মোর। পিয়া কি করব নিজ কোর।। আর কি ডাকব বনমালি। পুন হব রস-রাস কেলি।। দেবে কহে গণক গণিঞা। সপনে দেখিনু আজু পিয়া।। তবে সে করম-ফল মানি। এ কথা অন্যথা না হয় জানি।। দেখি চণ্ডীদাস কয়। নিকটে মিলব রসময়।। keyboard_arrow_right
  • পুন দেবগণ করিল গমন
    পুন দেবগণ করিল গমন রসের সায়রে-কুলে। মথন করিতে লাগল জতনে সেই সায়রের জলে।। মথিতে মথিতে রসের সায়রে উঠিল পুলক-ধারা। হেনক সমএ বিরিঞ্চি দেখল রাখাল জতনে সারা।। পুনরপি দেব মথিতে লাগল সেই না সায়র-জলে। দ্বিতীয় মথনে প্রেমবরিখত দেব সে দেখল ভালে।। দ্বিতীয় মথনে উঠল জতনে আনন্দ-রসের রী। ভাঙ্গিয়া সে ফল তুরিত দেখল সভে দেই করতালী।। মহেশ […] keyboard_arrow_right
  • পুন নাহি হেরব সো চান্দবয়ান
    পুন নাহি হেরব সো চান্দবয়ান। দিনে দিনে ক্ষীণ তনু না রহে পরাণ।। আর কত পিয়াগুণ কহিব কান্দিয়া। জীবন সংশয় হৈল পিয়া না দেখিয়া।। উঠিতে বসিতে আর নাহিক শকতি। জাগিয়া জাগিয়া কত পোহাইব রাতি।। সো সুখসম্পদ মোর কোথাকারে গেল। পরাণ পুতলী মোর কে হারিয়া নিল।। আর না যাইব সোই যমুনার জলে। আর না হেরব শ্যাম কদম্বের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ