• পীরিতি বলিয়া এ তিন আঁখর
    পীরিতি বলিয়া এ তিন আঁখর এ তিন ভুবনে সার। এই মোর মনে হয় রাতি দিনে ইহা বই নাহি আর।। বিহি এক চিতে ভাবিতে ভাবিতে নিরমাণ কৈল পী। সুধার সায়র মথন করিতে তাহে উপজিল রি।। পুন যে মথিয়া অমিয়া হইল তাহে ভিয়াইল তি। সকল সুখের এ তিন আঁখর উপমা দিব যে কি।। যাহার মরমে পশিল যতনে […] keyboard_arrow_right
  • পীরিতি বিষম কাল
    পীরিতি বিষম কাল। পরাণে পরাণে মিশাইতে জানে তবে সে পীরিতি ভাল।। ভ্রমরা সমান আছে কত জন মধু লোভে করে প্রীত। মধু ফুরাইলে উড়ি যায় চলি এমতি তাদের রীত।। হেন ভ্রমরার সাধ নহে কভু সে মধু করিতে পান। অজ্ঞানী পাইতে পারয়ে কি কভু রসিক জ্ঞানীর সন্ধান।। মনের সহিত যে করে পীরিতি তারে প্রেম-কৃপা হয়। সেই সে […] keyboard_arrow_right
  • পীরিতি আখর পাইয়া সকল
    “পীরিতি” আখর পাইয়া সকল ভব-বিরিঞ্চি-হর তারা। পুলক হইল পিরীতি পাইয়া নয়নে গলয়ে ধারা।। “এহেন সম্পদ্‌ কোথা না রাখিব থুইতে পরতিত নাঞি। জানি বা কখন কে লয় চোরাঞা থুইব সুজন ঠাঞি।।” এ কথা রচিঞা সভাই কহল– “রাখহ শিবের স্থানে। মহা সে বৈষ্ণব কৃষ্ণপরায়ণ প্রধান ভকত নামে।।” “পিরিতি” আখর সব দেবগণ চাহি মহাদেব পানে।– “পিরিতি আখর পাইল […] keyboard_arrow_right
  • পীরিতি আনল ছুঁইলে মরণ
    পীরিতি আনল ছুঁইলে মরণ শুনহ কুলের বধূ। আমার বচন না শুন এখন জানিবে কেমন মধু।। সই, ও বোল না বল মোকে। পীরিতি আনলে পুড়িয়া মরিবে জনম যাইবে দুখে।। সদা ছট্‌ফট্‌ মুরলী বিকট নটপটী তার বেশ। আর বিষ খাইলে তখনি মরিয়ে বিষে ত জীবন শেষ।। নয়ানের কোণে চাহে যাহা পানে সে ছাড়ে জীবন-আশ। পরশ পাথরে ঠেকিয়া […] keyboard_arrow_right
  • পীরিতি উপরে পীরিতি বৈসয়ে
    পীরিতি উপরে পীরিতি বৈসয়ে তাহার উপরে ভাব। ভাবের উপরে ভাবের বসতি তাহার উপরে লাভ।। প্রেমের মাঝারে পুলকের স্থান পুলক উপরে ধারা। ধারার উপরে রসের স্থান এ সুখ জানয়ে যারা।। কলের উপরে ফুলের বসতি তাহার উপরে গন্ধ। গন্ধ উপরে এ তিন আখর এ বড় বুঝিতে ধন্দ।। ফুলের উপরে ফলের বসতি তাহার উপরে ঢেউ। ঢেউর উপর ঢেউর […] keyboard_arrow_right
  • পীরিতি করিয়া ভাঙ্গয়ে যে
    পীরিতি করিয়া ভাঙ্গয়ে যে। সাধন অঙ্গ না পায় সে।। প্রেমের পীরিতি মাধুরীময়। নন্দের নন্দন কতেক কয়।। রাগ সাধনের এমনি রীত। সে পথী জনার তেমতি চিত।। সকল ছাড়িল যাহার তরে। তাহারে ছাড়িতে সাধ যে করে।। আদি চণ্ডীদাস চারি সে বুঝান। মূঢ় উঠাইল জানিল মান।। keyboard_arrow_right
  • পীরিতি কি রীতি জানে রসবতী
    পীরিতি কি রীতি জানে রসবতী আর না জানয়ে কেহ । একথা শুনিয়া হাসিয়া হাসিয়া কহেন এ নহু নহু।। পীরিতি শত গুণ শত শত করি তার লাখ গুণ যেই । তার এক কণা গোপীগণ পায়ে আর না জানয়ে কোই।। তার লাখ গুণ শত শত হয়ে তবে সে যে জন রয়। মণি-ফণিগণ যত ভক্তগণ কণিকা পীরিতি হয়।। […] keyboard_arrow_right
  • পীরিতি নগরে বসতি করিব
    পীরিতি নগরে বসতি করিব পীরিতে বাঁধিব ঘর। পীরিতি পড়সী পীরিতি প্রেয়সী অন্য সকলি পর।। পীরিতি সোহাগে এ দেহ রাখিব পীরিতি করিব বল। পীরিতির কথা সদাই কহিব পীরিতে গোঁয়াব কাল।। পীরিতি-পালঙ্কে শয়ন করিব পীরিতি-বালিশ মাথে। পীরিতি-বালিসে আলিস করিব রহিব পীরিতি সাথে।। পীরিতি সায়রে সিনান করিব পীরিতি জল যে খাব। পীরিতি দুখের দুখিনী যে জন পরাণ বাঁটিয়া […] keyboard_arrow_right
  • পীরিতি পসার লইয়া বেভার
    পীরিতি পসার লইয়া বেভার দেখি যে জগৎ ময়। যত যে নাগরী কুলের কুমারী কলঙ্কী আমারে কয়। সখি না জানি কি হবে মোর । সে শ্যামনাগর গুণের সাগর কেমনে বাসিব পর।।ধ্রু।। সে গুণ স্মরিতে যাহা করে চিতে তাহা বা বলিব কত। গুরুজনা-কুলে ডুবাইয়া মূলে তাহাতে হইব রত।। থাকিলে এ দেশে মোরে দেখি হাসে কহিতে না পারি […] keyboard_arrow_right
  • পীরিতি পসার লইয়া ব্যভার
    পীরিতি পসার লইয়া ব্যভার দেখিয়ে জগৎময়। যতেক নাগরী কুলের কুমারী কলঙ্কী আমারে কয়।। সখি, জানি কি হইবে মোর। সে শ্যাম নাগর গুণের সাগর কেমনে বাসিব পর।। সে গুণ সোঙারিতে, যাহা করে চিতে তাহা বা বলিব কত। গুরুজনা কুলে ডুবাইয়া মূলে তাহাতে হইব রত।। থাকিলে যে দেশে আমারে হাসে কহিতে না পারি কথা। অযোগ্য লোকে …. […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ