পীরিতি পসার লইয়া ব্যভার দেখিয়ে জগৎময়। যতেক নাগরী কুলের কুমারী কলঙ্কী আমারে কয়।। সখি, জানি কি হইবে মোর। সে শ্যাম নাগর গুণের সাগর কেমনে বাসিব পর।। সে গুণ সোঙারিতে, যাহা করে চিতে তাহা বা বলিব কত। গুরুজনা কুলে ডুবাইয়া মূলে তাহাতে হইব রত।। থাকিলে যে দেশে আমারে হাসে কহিতে না পারি কথা। অযোগ্য লোকে …. […]
keyboard_arrow_right