পিরীতের ছেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের ভয় নাইরে তার। পিরীতের নয় নিশানি সদায় থাকে উদাসিনী গো, এ গো চেরা মলিন থাকে তার দিবানিশি বেকরার।। ক্ষুধা নিদ্রা নাই তার মনে জল ধারা দুই নয়নে গো, এ গো ছির ঘুরে প্রেম ধুন্ধে দিবানিশি ইন্তিজার।। হাসি খুসী নাই তার মনে সদায় থাকে ঘোর নয়নে গো, এ […]
keyboard_arrow_right