পিরীত অমূল্য ধন কে জানে পিরীতের মরম। ধু। পিরীত অমূল্য ধন। না ধরে ফল ফুল, অন্তরে ভাবে বেআকূল, ভাব বুঝি বাড়াইলে পিরীতি, যত বাড়ে ততং রং। প্রেম ফল রসা, তারে খাইতে বড় খাসা, সে ফল ভাঙ্গলে হয় কষা, না ভাঙলে পিরীতির ফল, যত খায় তত গম। পিরীত ভাঙলে কেমন? যেমন জ্বলে হুতাশন, সেই আনল নিবে […]
keyboard_arrow_right