পাসরিতে নারি কালা কানুর পিরীতি। সোঙরিতে প্রাণ কান্দে করিব কি রীতি।। হিয়ায় হইতে প্রিয়া শেজে না ছোঁয়ায়। বুকে বুকে মুখে রজনি গোঙায়। তনু তনু পরশ লাগি আভরণ তেজে। চরণে যাবক রচে দেখি পাই লাজে।। নিশি অবসান জানি কাতর হইয়া। দৃঢ় করি বান্ধে মোরে ভুজ-লতা দিয়া।। অরুণ উদয় দেখি পড়ি প্রেমফান্দে। মুখে মুখ দিয়া পিয়া কত […]
keyboard_arrow_right