আর কে যাইবি বড়শি বাইতে নূতন পুকুরে; পুষ্করিণী সাড়েতিন রতি ঘাটলাতে জ্ঞানের বাতি –নয় শিরে নয় ধার খেলে। আছে দই দুগ্ধ উদয়চন্দ্র রামানন্দ ভক্তবৃন্দ পাড়ের ঘাটে একদিন যদি মেলে; আয় কে যাইবি বড়শি বাইতে নূতন পুকুরে, আরও পুষ্করিণী তিন কোনা, ভিতরে তার লাল নিশানা, চিন্তামণি মাসে মাসে খেলে, রসিক ডুবারু যারা টের কইরে নিচ্ছে তারা […]
keyboard_arrow_right