পহিলহি নায়র করল আরম্ভ। সিন্দূরে সুন্দর করিবরকুম্ভ।। বিদগধ নায়রি অধিক সুজান। চন্দন-চান্দ কয়ল নিরমাণ।। কি কহব রে সখি রস অবশেষ। দুহুঁ বনাওল দুহুঁ জন বেশ।।ধ্রু।। অঞ্জনে রঞ্জল খঞ্জনজোড়। কাজর চঞ্চরি কঞ্জহি কোর।। বিবিধ কুসুমে করু কুন্তল সাজ। কবরী বনাওল বিদগধরাজ।। রতনজড়িত মণিকাঞ্চনদাম। চূড়া চিকণ কয়ল অনুপাম।। দুহুঁজন বেশে ভেল দুহুঁজন ভোর। জ্ঞানদাস কহ বৈদগধি ওর।।
keyboard_arrow_right