২৪৫ – গোপীগণমন তোষিল দেব চক্রপাণী গোপীগণমন তোষিল দেব চক্রপাণী। মথুরা নগর যাইতেঁ দিলান্ত মেলানী।। ১ তখন গুণিল কিছু মণে দামোদর। বিলাস করিলোঁ মোঞঁ বনের ভিতর।। ২ জলকেলি করিবারে কাহ্ন কৈল মন। খণিএক গুণিল হৃদয়ে জনার্দ্দন।। ৩ বৃন্দাবন মাঝেঁ যমুনা নদী বহে। তাহাত গম্ভীর আছএ কালীদহে।। ৪ কালীয় নাম নাগ তাহাত বসে। জলে মাছ কুলে […]
keyboard_arrow_right