২0৬ – দধি দুধ ঘৃত ঘোল বিকণিআঁ রঙ্গে এহে। দধি দুধ ঘৃত ঘোল বিকণিআঁ রঙ্গে। পথ মেলি জাএ রাধা বড়ায়ির সঙ্গে।। হরষিত মনে জাএ চন্দ্রাবলী ঘর। কাহ্নাঞিঁর বিড়ম্বিআঁ মথুরা নগর ।। ১ শরতের রৌদেঁ রাধা বড়ায়ির বিকলী। বাটে এক তরুতলে খাণিএক বসিলী ।। ধ্রু বিনয় জাণো কি বোলে তথাঁ আইহনের মাএ। সকল ঠায়িত মোর তোহ্মেঁসি […]
keyboard_arrow_right