বড়ু চণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের চতুর্থ খণ্ডের নাম ‘নৌকাখণ্ড’। মূল পাণ্ডুলিপির ৭১ পৃষ্ঠার ২ নম্বর শ্লোক থেকে খণ্ডটি শুরু হয়ে শেষ হয়েছে ৮৬ পৃষ্ঠার ২ নম্বর শ্লোকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই পর্বটি অখণ্ডিত, অর্থাৎ, এই পর্বের সবকয়টি শ্লোক পাওয়া গিয়েছে। পূর্ববর্তী খণ্ড, অর্থাৎ দানখণ্ডের শেষে আমরা দেখি, কৃষ্ণকে অনিচ্ছায় আত্মদান করে অপমানে, ক্ষোভে, গ্লানিতে কান্নায় ভেঙ্গে পড়ে রাধা অকপটে কৃষ্ণের অত্যাচারের...
বিশদ...