দুঃখ আর সহেনা আমার প্রাণের বন্ধুরে, দুঃখ আর সহেনা আমার।। বিরহ বেদনা চিতে, নাহি মজে অন্য ভিতে, পলে পলে প্রাণ তোমায় চায়।। নিদারুণ প্রেমেরজ্বালা, জ্বলিহইল শরীরকালা রে, দিনেদিনে অঙ্গ সুখায় জায়।। কুকিলের কুহ রবে, ভমরা গুঞ্জরে যবে, চিত্ত মোর বিকল সদায়।। গেলে যমুনার তীরে, বাঁশী স্বরে ডাকে মোরে, আরত প্রাণ ধরা না যায়।। কারে কব […]
keyboard_arrow_right