দেহার লীলা অসম্ভব দেখলে হবে হাল বেহাল । দেখ মনা তোর হৃদয়ে গোলমাল। রূপ সিন্ধু যমুার মাঝে বেরঙ্গে প্রাণ বন্ধু সাজে গো, যোগী লোকে গোলবনিতে রঙ্গ নেহারিয়া হয় নিহাল। কলন্দরা কৈল যেই রূপ সায়রে ডুবল সেই গো, রঙ্গ হেরি তুষ্ট হয় জিন্দাকায়া সর্বকাল। রসিক ত্রিপুন্নীর ঘাটে বিরাজে চান্দের হাটে গো, নাম জপে সোনাপুরে নামে পংখী […]
keyboard_arrow_right