দেয়াশিনী বেশে মহলে প্রবেশে রাধিকা দেখিবার তরে। সুরক্ত চন্দন কপালে লেপন কুণ্ডল কাণেতে পরে।। সাজি ধরল বাম করে। পিঁধিয়া বিভূতি সাজল মূরতি রুদ্রাক্ষ জপয়ে করে।। কহে ”জয় দেবী ব্রজপুরসেবী গোকুল-রক্ষক নিতি। গোপ গোয়ালিনী সুভগদায়িনী পূজ দেবী ভগবতী।।” আশীর্ব্বাদ শুনি গোপের রমণী আইলা দেয়াশিনী কাছে। জিজ্ঞাসা করয়ে যত মনে লয়ে, বলে ”গোপ ভাল আছে।। সবাকার জয় […]
keyboard_arrow_right