• দেখিলে কলঙ্কিনীর মুখ কলঙ্ক হইবে
    দেখিলে কলঙ্কিনীর মুখ কলঙ্ক হইবে। এ জনার মুখ আর দেখিতে না হবে।। ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া। দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া।। কাল-মাণিকের মালা গাঁথি নিজ গলে। কানু-গুণ-যশ কাণে পরিব কুণ্ডলে ।। কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব। কানুর কলঙ্ক-ছাই অঙ্গেতে লেপিব ।। চণ্ডীদাসে কহে কেন হইলা উদাস। মরণের সাথী যেই সে কি ছাড়ে পাশ।। keyboard_arrow_right
  • দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে
    দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে। এ জনার মুখ আর দেখিতে না হবে।। ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া। দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া।। কাল মাণিকের মালা গাঁথি নিজ গলে। কানু-গুণ-যশ কাণে পরিব কুণ্ডলে।। কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব। কানুর কলঙ্ক-ছাই অঙ্গেতে লেপিব।। চণ্ডীদাস কহে কেন হইলা উদাস। মরণের সাথী যেই সে কি ছাড়ে পাশ।। keyboard_arrow_right
  • দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে
    দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে। এ জনার মুখ আর দেখিতে না হবে।। ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া। দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া।। কাল-মাণিকের মালা গাঁথি নিজ গলে। কানু-গুণ-যশ কাণে পরিব কুণ্ডলে।। কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব। কানুর কলঙ্গ-ছাই অঙ্গেতে লেপিব।। চণ্ডীদাস কহে কেন হইলা উদাস। মরণের সাথী যেই সে কি ছাড়ে পাশ।। keyboard_arrow_right
  • দেখিলোঁ প্রথম নিশী সপন সুন তোঁ বসী
    দেখিলোঁ প্রথম নিশী সপন সুন তোঁ বসী সব কথা কহিআরোঁ তোহ্মারে হে। বসিআঁ কদমতলে সে কৃষ্ণ করিল কোলে চুম্বিল বদন আহ্মারে হে।। এ মোর নিস্ফল জীবন এ বড়ায়ি ল। সে কৃষ্ণ আনিআঁ দেহ মোরে হে।।ধ্রু।। লেপিআঁ তনু চন্দনে বলিআঁ তবেঁ বচনে আড়বাঁশী বাএ মধুরে। চাহিল মোরে সুরতী না দিলোঁ মো আনুমতী দেখিলোঁ মো দুঅজ পহরে।। […] keyboard_arrow_right
  • দেখে আইলাম সোনার মানুষ কোপ্‌নী পরা
    দেখে আইলাম সোনার মানুষ কোপ্‌নী পরা, সে মানুষ ক্ষণে হাসে ক্ষণে কান্দে দুই নয়নে বয় হে ধারা। সে মানুষ ধরতে গেলে না দেয় ধরা আরও কোন রমণীর মন চোরা। সে মানুষকে আনল দেশে সে অনুরাগে উলটা পানে চলে সদায় পাগলের বেশে, তাই সিরাজ সাঁই কয়, শোনরে লালন, তারে ধরতে চাও যদি অধর-ধরা। keyboard_arrow_right
  • দেখে এলাম তারে সই দেখে এলাম তারে
    দেখে এলাম তারে সই দেখে এলাম তারে। এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে।। বেন্ধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া। উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া।। কালিয়া বরণখানি চন্দনেতে মাঁখা। আমা হইতে জাতি-কূল নাহি গেল রাখা।। মোহন মুরলী হাতে কদম্ব হেলন। দেখিয়া শ্যামের রূপ হৈলাম অচেতন।। গৃহ কর্ম করিতে এলায় সব দেহ। জ্ঞানদাস কহে বিষম শ্যামের […] keyboard_arrow_right
  • দেব আরাধন ছলে চলু গোরী
    দেব আরাধন ছলে চলু গোরী। সঙ্গহি সমবয় নবীন কিশোরী।। চন্দন কুঙ্কুম আর ফুলমাল। লেয়ল বহু উপহার রসাল।। চলু বরনাগরি সঙ্গব মাহ। সচকিত নয়নে দিগ দশ চাহ।। ঐছন সময়ে নিবিড় বনমাঝ। মীলল একলে বিদগধরাজ।। হেরি সুবদনি অতি হরষিত ভেলি। কহ কবিশেখর দুহুঁ জন কেলি।। keyboard_arrow_right
  • দেবকীরে বসুদেব কহয়ে বচন
    দেবকীরে বসুদেব কহয়ে বচন। ‘দাও পুত্র’ শুনি দেবী ভাসে দুনয়ন।। দেবকী বলয়ে আমি আগে প্রাণ ছাড়ি । যাউক প্রাণ তবু পুত্র দিতে আমি নারি।। মা হইয়া পুত্রধনে দিব বিসর্জ্জন। এমত তোমার আজ্ঞা অতি নিদারুণ।। দশমাস দশদিন ধরিয়া জঠরে। এমত সোনার পুত্র দিব কোথাকারে।। বসুদেব বলে দেবী না কর রোদন। এখনি শুনিলে কংস বধিবে জীবন।। পাষাণেতে […] keyboard_arrow_right
  • দেবগণ জত হয়া এক ভিত
    দেবগণ জত হয়া এক ভিত করুণ বদনে চায়। “কি হ’ ল্য কি হ’ল্য দিয়া সে না দিল এককথা কহিব কায়।।” হেনক সমএ নারদ আইল দেবতা-সমাঝ জথা। বেথিত দেখিঞা পুছল কারণ– “কি হেতু সুনিএ কথা।। করুণ নয়ন কিসের কারণ কহ দেখি সুনি তাই। কেনে বা দুখিত দেখিএ অন্তর কহ দেখি মোর ঠাঞি।।” সব দেবগণ কহিতে লাগল […] keyboard_arrow_right
  • দেবতী আসিয়া ঘরেতে পশিয়া
    দেবতী আসিয়া ঘরেতে পশিয়া শয়নে দেখিয়া কান। গায়ে হাত দিয়া তারে জাগাইয়া করাইল সাবধান।। সত্বরে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন কচালে হাতে। আশিস পাইয়া বাহির হইয়া মিলিলা সখার সাথে।। যত দাসগণ করিয়া যতন ধোয়াইল মুখচান্দে। দেখিয়া বদন মরয়ে মদন ফাঁপরে পড়িয়া কান্দে।। সখাগণ সঙ্গে নানা রসরঙ্গে খড়িকে আইলা হরি। গাবী বৎস সব করে হাম্বা রব দোহয়ে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ