দেখে আইলাম সোনার মানুষ কোপ্নী পরা, সে মানুষ ক্ষণে হাসে ক্ষণে কান্দে দুই নয়নে বয় হে ধারা। সে মানুষ ধরতে গেলে না দেয় ধরা আরও কোন রমণীর মন চোরা। সে মানুষকে আনল দেশে সে অনুরাগে উলটা পানে চলে সদায় পাগলের বেশে, তাই সিরাজ সাঁই কয়, শোনরে লালন, তারে ধরতে চাও যদি অধর-ধরা।
keyboard_arrow_right