দেখিল নঅনে এই সত্য বটে জসদা প্রসবে পুত্র। ফিরই সকল দূত-চরগণ কহিছে সকল সূত্র।। প্রহরী সকল কহিতে লাগল হিতের বচন সারা।- ”শুন গো, জসদা, রিপু কংস ওথা জানিল সকল ধারা।। মো সভা ভেজিল এই অন্বেষণ দেখিতে ছাআল তোর। মূরতি দেখিআ শুন গো, জসদা, মনেতে হইলুঁ ভোর।। হিত কহি তোরে এমত ছায়ালে বাহির না কর কভু। […]
keyboard_arrow_right