দেখ সখি ঝূলত যুগল কিশোর। নীলমণি জড়ায়ল কাঞ্চন জোড়।। ললিতা বিশাখা সখী ঝুলায়ত সুখে। আনন্দে মগন হেরি দোহেঁ দোঁহা-মুখে।। গরজত গগনে সঘনে ঘন ঘোর। রঙ্গিণি সঙ্গিনি ঘুরত চৌ ওর।। বিবিধ কুসুমে সভে রচিয়া হিন্দোলা। দোলায় যুগল সখী আনন্দে বিভোলা।। ঝুলাওত সখীগণ করতালি দিয়া। সুবদনী কহে পাছে গিরয়ে বন্ধুয়া।। বিগলিত দুকূল উদিত স্বেদবিন্দু। অমিয়া ঝরয়ে যেন […]
keyboard_arrow_right