দেখ শাঙন সুখ-সময়ে ঝূলে পিতম প্যারে। স্বর্ণ-খাম্বা-দৌর-চাল কাঞ্চনেতে জড়িত ভাল হীরা-মণি মোতি লাল হেমকি হিঁডোরে।।ধ্রু।। সঘন মগন গগন ঘোর হরখে গরজে বরখে জোর দামিনি-চর তহি উজোর চাতকি-কুল বোলে। নাগর-বর জলদ-কাঁতি লাড়লি থির বিজুরি-পাঁতি শোহন মোহন ভুখন-ভাঁতি নিরখি মদন ডোলে।। সরস পরশ অতি উলাস উমড়ত মধু মঞ্জু হাস জিতল শিতল কোকিল-ভাষ মধুর মধুর রোলে। দুহঁ মুখ […]
keyboard_arrow_right