দেখ দেখ ভবের পরে চারটি ফুল ফোটে দ্বারে দ্বারে বার বার চব্বিশ পক্ষ ফুল ফোটে যুব নারীর ঘরে। সে ফুল আছে সবারই ঘরে তাই পাগলা কানাই বলে, ফুল চেনে না দিন কানা কেন ঘুরে, মিছে তা না-না-না ক’রে মরে। শক্তি শক্তি বিদ্যাহীন ব্যক্তি থাকতি ফুলের বিম্বধরে। দেখ দেখ নিরন্তরে আছে ফুল মঞ্জুতের ঘরে সাড়ে সাড়ে […]
keyboard_arrow_right