দেখ দেখ গোরা-রূপ-ছটা। হরিদ্রা হরিতাল হেমকমলদল কিবা থির বিজুরীর ঘটা।।ধ্রু।। কুঞ্চিত কুন্তলে চূড়া মালতী মল্লিকাবেড়া ভালে ঊর্দ্ধ তিলক সুঠাম। আকর্ণ নয়ান-বাণ ভুরু-ধনু সন্ধান হেরিয়া মূরছে কোটি কাম।। হেমচন্দ্র গণ্ডস্থল শ্রুতিমূলে কুণ্ডল দোলে যেন মকর-আকারে। বিম্ব অধরভাতি দশন মুকুতাপাঁতি আধ-হাসি অমিয়া উগারে।। সিংহগ্রীব গজস্কন্ধ কণ্ঠে মণিহার বৃন্দ ভুজযুগ কনক অর্গল। সুরাতুল করতল জিনি রক্ত উতপল নখ-চন্দ্র […]
keyboard_arrow_right