দৃমিকি দৃমিকি তাতা থৈয়া থৈয়া মাদল মৃদঙ্গ বাজে। চৌদিগে গোপিনী মঙ্গল গাওত মাঝে শ্যাম নগর সাজে।। রবাব দোতারা, বাজে স্বপ্তস্বরা, সুঘন রমণী হাতে। মরুজা মন্দিরা ডম্ফখঞ্জরি সুমেলি করিয়া তাথে।। কিশোরা কিশোরী নাচে ফিরি ফিরি ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম। বলয়া কিঙ্কিনি করে রণরণি রাই নাচে শ্যাম বাম।। দেই করতালি, বলে ভালি ভালি গাওত মধু রসাল। জ্ঞানদাস চিত […]
keyboard_arrow_right