দূতী বল গো উপায়, জ্বলনে অন্তর জ্বলে প্রাণ বন্ধের প্রেম জ্বালায়। প্রাণ বন্ধের বিরহে প্রাণি আমার জ্বলি যায়। এ গো জ্বলনে সর্বাঙ্গ জ্বলে প্রাণ বন্ধে মাইল আমায়। আমারে ছাড়িয়া গেলায় কি দোষেতে কি কথায়। এ গো প্রেম ফাঁসি দিয়া গলে গেলায় তুমি মথুরায়। মথুরায় যাইবার কালে বলিলায় আমায়। এ গো তোমারে ছাড়িয়া আমি রহিমু কার […]
keyboard_arrow_right