• দুহুঁমুখ সুন্দর কি দিব উপমা
    দুহুঁমুখ সুন্দর কি দিব উপমা। কুবলয় চাঁদ মিলল একুঠামা।। শ্যামর নাগর নাগরি গোরি। নীলমণি কাঞ্চন লাগল জোড়ি।। নিবিড় আলিঙ্গনে পিরিতি রসাল। কনক লতায়ে যৈছে বেঢ়ল তমাল।। রাই পয়োধর পিয়া কর সাজ। কুবলয়ে শম্ভু পূজল কামরাজ।। রায় শেখরে কহে নয়ন উলাস। নব ঘনে থীর বিজুরি পরকাশ।। keyboard_arrow_right
  • দুহূ মুখ হেরইতে দুহু ভেল ভোর
    দুহূ মুখ হেরইতে দুহু ভেল ভোর। দুহুক নয়নে বহে আনন্দ লোর।। দুহু অঙ্গ পুলকিত গদগদ ভাষ। ঈষদবলোকনে লহু লহু হাস।। ললিতা বিশাখা আদি যত সখিগণ। আনন্দে মগন ভেল দেখি দুহু জন।। নিকুঞ্জের মাঝে রাধাকানুর বিলাস। দূরহি দূরে রহু নরোত্তম দাস।। keyboard_arrow_right
  • দূত-মুখে শুনি কংস ভয় মানি
    দূত-মুখে শুনি কংস ভয় মানি চিন্তিত হইল ভারি। সেই সে অষ্টম গর্ভে জনমিআ এই সে করিব গাড়।। কিসে নষ্ট হএ চিন্তিত উপাএ ধরণী ধরিআ বসি। মনে মনে গুণে না দেখে নয়ানে হেনক মরমে বাসি।। পাত্র-মিত্র-গণ আসিয়াছে আন বসিলা অসুর কংসে। “সেই রাতি কালে অষ্টম গর্ভেতে জন্মিল নন্দের বংশে।। জন্মিল দৈবকীর ওদর ভিতরে আমারে ভাণ্ডিল এহ। […] keyboard_arrow_right
  • দূতি কহে শুন শুন নাগর শ্যাম
    দূতি কহে শুন শুন নাগর শ্যাম। তুয়া লাগি কত রূপে সাধিনু হাম।। তুয়া দেখি সুন্দরি যদি করে রোষ। অপরাধ মানবি মানবি দোষ।। এত শুনি সহচরি সঙ্গে চলু কান। হেরি ধনি কয়ল হেট বয়ান।। কানুক হেরি ধনি দূতিক সঙ্গ। তৈখনে পুলকে পূরল অঙ্গ।। মান জনিত দুখ সব দূর গেল। গোবিন্দদাস মনে আনন্দ ভেল।। keyboard_arrow_right
  • দূতি মুখে শুনইতে ঐছন ভাষ
    দূতি মুখে শুনইতে ঐছন ভাষ। ঝর ঝর লোচন ঘন ঘন শ্বাস।। পরিহরি মাথুর করল পয়াণ। লোরহি পন্থ বিপথ নাহি জান।। দূতি অনুসারে চললি অনুসারি। ছুটল কুঞ্জরগতি অনিবারি।। কর ধরি দূতি মিলাওল কুঞ্জে। চিরদিনে পাওল আনন্দ পুঞ্জে।। হের সখি জয় জয় মঙ্গল দেল। শিবানন্দ সহচরি জীবন ভেল।। keyboard_arrow_right
  • দূতি তুমি বৃন্দাবনে হও আগুসার
    দূতি তুমি বৃন্দাবনে হও আগুসার। মাতা পিতায় কহিও কুশল নমস্কার।। প্রবোধিয়ে কহিও বিশেষ বিবরণ। ব্রজপুরী তেজ্য হরি নহে কদাচন।। মিনতি কহিও আমার শ্রীরাধিকার পাশ। জন্মে জন্মে শ্রীরাধার আমি নিজ দাস।। অদ্যাপি ব্রজেতে আমি করিয়ে গমন। শ্রীরাধার দর্শন করিব সম্মিলন।। এতেক বলি যোই নন্দের নন্দনে। এ বোল শুনিয়া দূতি এলো বৃন্দাবনে।। দূতি অনুসরি ব্রজে আইল পীতবাস। […] keyboard_arrow_right
  • দূতি না কহ শ্যামের কথা
    দূতি, না কহ শ্যামের কথা। কালা নাম দুটি আখর শুনিতে হৃদয়ে বাড়য়ে ব্যথা।। আমি না যাইব সে শ্যাম দেখিতে পরশ কিসের লাগি। শ্রবণে শুনিতে শ্যাম পরসঙ্গ অন্তরে উঠয়ে আগি।। কিসের কারণে তা সনে মিলন চলিয়া তুরিতে যাও। তাহার মরম জানিল এখন রহিল মাধবী ছাও।। তাহার কারণে সব তেয়াগিনু কুলে তিলাঞ্জলি দিয়া। তবু না পাইল সে […] keyboard_arrow_right
  • দূতি সরূপ কহবি তহুঁ মোহে
    ”দূতি সরূপ কহবি তহুঁ মোহে। মুঞি নিজ কাজে সাজি তুয়া ভূখণ বিবচি পঠাওল তোহে।। মুখজ তাম্বুল দেই অধর সুরঙ্গ লেই সো কাহে ভেল ধুমেলা।” ”তুয়া গুণ কহইতে রসনা ফিরাইতে ততিহুঁ মলিন ভৈ গেলা।।” ”মুঞি নিজ কর দেই সিমন্ত সোঙারলুঁ সো কাহে ভেল কুবেশা।” ”তুয়া ইথে লাগি পাও দুহু পড়ইতে ততহি উধসি ভৈ কেশা।।” ”বিনহি ছরমে […] keyboard_arrow_right
  • দূতি, না কহ শ্যামের কথা
    “দূতি, না কহ শ্যামের কথা। কালা নাম দুটী আখর শুনিতে হৃদয়ে বাড়য়ে ব্যথা। আমি না যাইব সে শ্যাম দেখিতে পরশ কিসের লাগি। শ্রবণে শুনিতে শ্যাম-পরসঙ্গ অন্তরে উঠয়ে আগি। কিসের কারণে তা সনে মিলন চলিয়া তুরিতে যাও। তাহার মরম জানিল এখন রহিল মাধবী-ছাও।। তাহার কারণে সব তেয়াগিনু কুলে জলাঞ্জলি দিয়া । তবু না পাইল সে নব […] keyboard_arrow_right
  • দূতিক বচন শুনি ধনি অনুরাগিণী
    দূতিক বচন শুনি ধনি অনুরাগিণী ভেটইতে নাগর কান। সখিগণ সঙ্গে চললি বররঙ্গিণী গুরুজন কোই নাহি জান।। চঞ্চল লোচনে বঙ্ক নেহারনি অঞ্জন শোভন তায়। নবযৌবন ভরে গতি অতি মন্থরে হংসগমনে চলি যায়।। যমুনাক তীরে তুরিত ধনি আয়লি যাহা বৈঠলি বরনাহ। দুহুঁ দুহা দরশনে অনিমিখ লোচনে গোবিন্দদাস বলি যাহ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ