দুহুঁ অতি কাতর কুঞ্জসে নিকসল সব সহচরিগণ মেলি। দুহুঁজন-নয়নে প্রেম-জল ঝরঝর ঐছনে গৃহে চলি গেলি। কিয়ে রাধামাধব-লীলা। সোঙরিতে খেদ ভেদ করু অন্তর গলি গলি যাওত শীলা।। বিমনহি নিজ নিজ মন্দিরে দুহুঁজন শূতল পালঙ্ক-শয়ান। সখিগণ নিজ নিজ মন্দিরে ঘূমল ঐছন ভেল বিহান।। গুরুজন জাগল সুর উদয় কৈল সবহুঁ ভেল পরকাশ। শ্রীরূপমঞ্জরি চরণ হৃদয়ে ধরি কহে পরমানন্দ […]
keyboard_arrow_right