তুই বন্ধের ছুরতের বলাই লইআ, মুই মরিআ যাইতুম, তুই বন্ধের বলাই লইআ ।। ধু পিরীতি আনল ঘাতে, দহিল মুই নারীর মাথে, পুড়িয়া হইলুম্ ভস্ম ছালি। যদি আইসে প্রাণ পিয়া, হিয়ার উপরে থুইয়া, এই রূপ যৌবন দিমু ঢালি।। মাণিক্য পাইলুম বাটে, লইলুম আপনা হাতে, হৃদেতে রাখিলুম কথ কাল। পড়শী হইল বৈরী, বন্ধেরে নিলেক হরি, নয়ালি যৌবন […]
keyboard_arrow_right