• তারে চিনবে কে এই মানুষে
    তারে চিনবে কে এই মানুষে। মেরে সাঁই ফেরে কি রূপ সে।। গোলকে অটল হরি, ব্রজপুরে বংশীধারী, হলেন নদীয়াতে অবতারি ভক্তরূপে প্রকাশে।। মায়ের গুরু, পুতের শিষ্য দেখে জীবের জ্ঞান নৈরাশ্য এবার কি তাহারে মনের উদ্দিশ্য ভেবে বোঝা যায় কিসে।। আমি বলি নয় নিরাকার সে ফেরে স্বরূপ আকার, সিরাজ সাঁই কয়, লালন তোমার কই হলো রে সে […] keyboard_arrow_right
  • তারে কি আর ভুলতে পারি আমার এই মনে
    তারে কি আর ভুলতে পারি আমার এই মনে, দিয়েছি মন যে চরণে। আমি যেদিকে ফিরি সেই দিকে হেরি ঐ রূপের মাধুরী দুই নয়নে। সবে বল কালো কালো কালো নয় সে চাঁদের আলো। সেই যে কালাচাঁদ নাই আর এমন চাঁদ যে চাঁদের তুলনা তাহারি সনে। দেবের দেব শিব ভোলা তায় গুরু ঐ চিকন কালা। তোরা বলিস […] keyboard_arrow_right
  • তারে দেখি মনে সুখী
    তারে দেখি মনে সুখী এল্যায় মাথার কেশ। রসিক নাগর রসের সাগর ব্রাহ্মণের বেশ।। গলে পাটা ভালে ফোঁটা কোশাকুশী করে। ছোট কাছা মোটা কোঁচা কটি আঁটি পরে।। লৈয়া পুঁথি হৈয়া যতি আইলা দেবের ঘরে। পূজার সজ্জ দেখি দ্বিজ মন সন্ সন্ করে।। নিরখি লাড় হরিষ বড় বোলে বারংবার। আইস সভে পূজহ দেবে রৈতে নারি আর।। হেরি […] keyboard_arrow_right
  • তারে ধরব কি সাধনে
    তারে ধরব কি সাধনে; ব্রহ্মা আদি পায় না যারে যুগযুগান্তর ব’সে ধ্যানে।। বেদ-পুরাণে পাবে নারে নিরূপ নৈরাকারে, নিরাকারে জ্যোতির্ময় আছে ব’সে নিত্যস্থানে।। অনাদির আদি মানুষ অছে সে গোপনে, সেই মানুষ সাধ্য করে রাধাকৃষ্ণ বৃন্দাবনে।। চিন্তামণি-ভূমিবৃক্ষ-কল্প একে বলে গোপী-কৃপা যার হ’য়েছে, সেই পেয়েছে রত্নধনে।। সখীরূপে যে দেখেছে গুরুর ধিয়ানে, পাঞ্জ বলে সেই রসিক দাসী হবে শ্রীচরণে।। keyboard_arrow_right
  • তাহার বরণ কালিয়া দেখিয়া
    তাহার বরণ কালিয়া দেখিয়া ভুলল বরজ-ধনি। কেবা কোথা দেখ ভাল আছে কেবা পরাণে লইল টানি।। সভে বলে তারে রসিক নাগর বাখানে সকল জনে। উপরে কালিয়া বরণ দেখহ হৃদয়ে কুটিল হানে।। পর নহে কভু আপন বলিতে আপনা না হয় পর। বুঝহ কারণ জানহ অন্তরে কেবল বিষের ঘর।। আন বিষ যদি করয়ে ভোজন তখনি মরিয়া যায়। এ […] keyboard_arrow_right
  • তাহারে বুঝাও সই পাঁও তার লাগি
    তাহারে বুঝাও সই পাঁও তার লাগি। ননদী বচনে যেন বুকে লাগে আগি।। কাহারে না কহি কথা থাকি দুখ বাসি। ননদী দ্বিগুণ বাদী এ পোড়া পড়শী।। কাহারে কহিব দুখ যাব আমি কোথা। কার সনে কব আমি কালা কানুর কথা।। যত দূরে যায় আঁখি তত দূরে যাব। পিরীতি পরাণভাগী কোথা গেলে পাব।। তাহারে কহিব দুখ বিনয় করিয়া। […] keyboard_arrow_right
  • তাহারে বুঝাই সই পেলে তার লাগি
    তাহারে বুঝাই সই পেলে তার লাগি। ননদী বচনে যেন বুকে উঠে আগি।। কাহারে না কহি কথা রহি দুখে ভাসি। ননদী দ্বিগুণ বাদী এ পোড়া পড়শী।। কাহারে কহিব দুখ যাব আমি কোথা। কার সনে কহিব কালা কানু-রসের কথা।। যত দূর যায় মন তত দূরে যাব। পীরিতি পরাণভাগী কোথা গেলে পাব।। তাহারে কহিব দুখ বিনয় করিয়া। চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • তাহারে বুঝাও সই পেলে তার লাগি
    তাহারে বুঝাও সই পেলে তার লাগি। ননদী-বচনে যেন বুকে উঠে আগি।। কাহারে না কহি কথা রহি দুখে ভাসি। ননদী-দ্বিগুণ বাদী এ পোড়া পড়শী।। কাহারে কহিব দুখ যাব আমি কোথা। কার সনে কব আমি কানুর সে কথা।। যত দূরে যাবে বন্ধু তত দূরে যাব। পরাণ-দেসার লাগি কোথা গেলে পাব।। তাহারে কহিব দুখ বিনয় করিয়া। চণ্ডীদাস কহে […] keyboard_arrow_right
  • তাহিঁ সুগমন কয়ল বর-রঙ্গিণি
    তাহিঁ সুগমন কয়ল বর-রঙ্গিণি সখিগণ সঙ্গহি মেলি। তহিঁ জয়শঙ্খ হুলাহুলি ঘনঘন ভানু-আরাধন-কেলি।। দ্বিজবর বিদগধ-রাজ। সুবাসিত কুঙ্কুম সুগন্ধি চন্দন কর্পূর-পুর করু সাজ।। বহু উপভোগ তাম্বুল আদি দেওল চিনি কদলক ফুল-হার। সুবাসিত করি খীর দধি শাকর সেবন বহু পরকার।। কুসুমক অঞ্জলি দেয়ল সখি মেলি আনন্দে কো করু ওর।। গিরিবরে কনক-লতাবলি বেঢ়ল গোবিন্দদাস মন ভোর।। keyboard_arrow_right
  • তাহে অপরূপ কৃষ্ণ-অবতার
    তাহে অপরূপ কৃষ্ণ-অবতার হইল সুবল সখা। অতি অনুপম যেন নবঘন জলদ সমান দেখা।। যেমন অঞ্জন ললিত রঞ্জন কিবা অতসীর ফুল। যেন কুবলয় -দল সরোরুহ যেমত কানড় ফুল।। কোন রূপ হেন নহে নিরুপম দেখিয়াছি বহু রূপ। বিবিধ বন্ধান করিয়া সন্ধান গড়ল রসের কূপ ।। চরণ যেমত যাবক নিন্দিয়া হিঙ্গুল দলিয়া যৈছে। তাহাতে অধিক বিম্বফল সম লখিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ