• তহুঁ বিদগধবর তরুণীপরাণ
    তহুঁ বিদগধবর তরুণীপরাণ। আজু শুনলোঁ মুঞি মনমথ নাম।। অঞ্চল পরশিতে অন্তর কাঁপ। রমণী সহয়ে কিয়ে এতএ আলাপ।। এ হরি পরিহার অতয়ে আমার। হাম কিছু না বুঝি কিছু লাভ। দারিদ ঘর যাচক নাহি যাব।। জল বিনু জলচর না করয়ে কেলি। কলিকা কমলে ভ্রমর নহ মেলি।। দেখইতে শুনইতে লাগু তরাস। আজু পুছব মুঞি প্রিয়সখীপাশ।। সো যব জানয়ে […] keyboard_arrow_right
  • তহ্নিক লাগি ফুলল অরবিন্দ
    তহ্নিক লাগি ফুলল অরবিন্দ। ভূখল ভমরা পিব মকরন্দ।। বিরল নখত নভমণ্ডল ভাস। লখএ কোকিল গাএ সহাস।। এ রে মানিনি পলটি নিহার। অরুন পিবএ লাগল আঁধিআর।। মানিনি মান মহঘ ধন তোর। চোরাবএ অএলাহু অনুচিত মোর।। তৌঁ অপরাধে মার পঁচবান। ধনি ধর হরিকএ রাখ পরান।। keyboard_arrow_right
  • তহ্নিকরি ধসমসি বিরহক সোস
    তহ্নিকরি ধসমসি বিরহক সোস তঅে দিঢ় কএ কিতব পোস। সোলহ সহস গোপী পরিহার তহ্নিকাহুঁ কুল ভেলি সিরনিজার। মঅে কি বোলব সখি বোলইচ্ছ কাহ্ন সব পরিহরি নাগরি তোহি মান। সময়ক বসে নহি সব অনুরাগ ভলাহুক মন মন্দোঅপদ জাগ। পিঅরী দরসনে নাগর দুল ঘান্টু গুণে বন তুলসী ফুল। বিদ্যাপতিভন বুঝ রসমন্ত রাএ সিবসিংহ লখিমাদেবিকন্ত। keyboard_arrow_right
  • তাকে নিবেদিঅ জে মতিমান
    তাকে নিবেদিঅ জে মতিমান। জলহি গুন ফল কে নহি জান।। তোরে বচনে কএল পরিছেদ। কৌআ মুহন ভনিঅএ বেদ।। তোহে বহুবল্লভ হমহি অঞানি। তকরাহুঁ কুলক ধরম ভেলি হানি।। কএল গতাগত তোহরা লাগি। সহজহি রয়নি গমাউলি জাগি।। ধন্ধ বন্ধ সফল ভেল কাজ। মোহি আবে তহ্নি কী কহিনী লাভ।। দূতী বচন সবহি ভেল সার। বিদ্যাপতি কহ কবি কণ্ঠহার।। keyboard_arrow_right
  • তাত বচনে বেকলে বন খেপল
    তাত বচনে বেকলে বন খেপল জনম দুখহি দুখে গেলা। সীঅক সোগেঁ স্বামি সন্তাপল বিরহে বিখিন তন ভেলা।। মন রাঘব জাগে। রাম চরন চিত লাগে।। কনক মিরিগি মারি বিরাধ বধল বালি বানর সেই বটুরাই। সেতু বন্ধ দিঅ রাম লঙ্ক লিঅ রাবন মারি নড়াই।। দসরথনন্দন দসসিরখণ্ডন তিহুঅন কে নহি জানে। সীতা দেইপতি রাম চরম গতি কবি বিদ্যাপতি […] keyboard_arrow_right
  • তাতল সৈকতে বারিবিন্দু সম
    তাতল সৈকতে বারিবিন্দু সম সুত মিত রমনি সমাজে। তোহে বিসরি মন তাহে সমাপলুঁ অব মঝু হব কোন কাজে।। মাধব হম পরিনাম নিরাসা। তুহুঁ জগতারন দীন দয়াময় অতএ তোহরি বিশোয়াসা।। আধ জনম হম নিন্দে গোঙায়লুঁ জরা সিসু কতদিন গেলা। নিধুবনে রমনি রঙ্গ রসে মাতলুঁ তোহে ভজব কোন বেলা।। কত চতুরানন মরি মরি জাওত ন তুয়া আদি […] keyboard_arrow_right
  • তাতল ধরণী অধিক আগুনি
    তাতল ধরণী অধিক আগুনি দিনকর দুপুর ভাগে। ঐছন সময়ে রাই অভিসারল শ্যাম শুদ্ধ অনুরাগে।। সজনি ! কিছু না মানিল রাধা। দিন অভিসারে সতত সঙ্কট শ্যম সঙ্গ সুখ-সাধা।। ঘন চন্দনে তনু লেপন কুঙ্কুম প্রতি অঙ্গে কুসুম সাজে। ভরম নিবারল সাজত অনুপাম কেতকি মাঝহি মাঝে।। পীতাম্বর বর নব তনু ঢাকল অভরণ লেল লুকায়। জ্ঞানদাস কহে পিরিতি না […] keyboard_arrow_right
  • তাদরে দেখিলুঁ নটচাঁদে
    তাদরে দেখিলুঁ নটচাঁদে। সেই হৈতে উঠে মোর কানু-পরিবাদে।। এতেক যুবতীগণ আছয়ে গোকুলে। কলঙ্ক কেবল লেখা মোর সে কপালে।। স্বামী ছায়াতে মারে বাড়ি। তার আগে কুকথা কয় দারুণ শাশুড়ী। ননদী দেখয়ে চৌখের বালি। শ্যাম-নাগর তোলাই সদাই পাড়ে গালি।। এ দুখে পাঁজর হৈল কাল। ভাবিয়া দেখিলুঁ এবে মরণ সে ভাল।। দ্বিজ চণ্ডীদাসে পুনঃ কয়। পরের বচনে কি […] keyboard_arrow_right
  • তাপনি-তীর-তীর তরু তরু তরলে
    তাপনি-তীর-তীর তরু তরু তরলে তরল-তরলতহিঁ ছাহ। তরুণ তমাল তরকি তোহে তরসিত তরুণি তোহারি পথ চাহ।। ত্রিভুবন-তিলক তুহিনকর তোর বিনু তপত তপন সম ভেল তোহে বিনু তিল-এক তলপে তরাসই তোহারি অবধি কত গেল।। তিমিত-তিমিত-দিঠে রোই। তীতল তাল-বিজনে তনু তাপই তিরপিত তনিক না হোই।। তোড়ল তাড় তড়ঙ্ক তিয়াজল তাড়ি তড়িত-রুচি হার। তিলে তিলে তরুণী তুয়া পথ হেরই […] keyboard_arrow_right
  • তাপে তাপিত তনু জৈঠহি মাহ
    তাপে তাপিত তনু জৈঠহি মাহ। কতয়ে সহয়ে আর বিরহক দাহ।। যতনে লেপয়ে যব মলয়জ পঙ্ক। জ্বলি যায়ত তাহে বিরহ আতঙ্ক।। কতয়ে কহব দুখ নিঠুর মাধাই। তুয়া আশোয়াসে খোয়লুঁ ধনি রাই।। কিশলয় তলপে শুতায়ই কোই। হা হরি শবদে উঠয়ে তব রোই।। ভসম সমান যব হোয়ত সোই। কালিন্দিনীরে সিনায়ই কোই।। কত পরকারে শিতল করু অঙ্গ।। বাঢ়য়ে দ্বিগুণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ