তোমার মহিমা সিন্ধু কি বুঝিতে পারি, মাঠে থাক ধেনু রাখ বাজাও মুররী। গগনের সূর শশী রূপের সাগর, সমস্ত নগরে হরি প্রতি ঘরে ঘর।। অতুল মহিমা মাধুরী পূরই মূররী, আলাপনে গৃহ ছাড়ে কুলবতী নারী।। ষোলশত গোপিনী সাজিয়া একবারে, মাঠে গিয়া ভক্তিমনে পূজিল হরিরে। আলিরাজা গাহে প্রেম রস ভক্তি-ভাষ, মাঝে হরি করি গোপী নাচে চারি পাশ।।
keyboard_arrow_right