• তেজিয়া এমন নাগরির কোর
    তেজিয়া এমন নাগরির কোর মথুরা রহল গিয়া। * * * * * * * * *।। কালিয়া বরণ জিসের কারণ তাহাত ভালই জানি। তে কারণে তিহো কালিয়া হইল সুনহ পুরুব বানি।। জে কালে সমুদ্রে মথন করিল অমৃত পাবার তরে। দেবগণ জত হই এক যুথ সমুদ্র মথন করে।। মথিতে মথিতে প্রথমে উঠল কমলা নামেতে রামা। তাহা […] keyboard_arrow_right
  • তেজিলু নিজ কুল এ লোক লাজ
    তেজিলু নিজ কুল এ লোক লাজ। এ গুরু গৌরব এ গৃহ কাজ।। সে সব নব নেহার নিছনি কৈলোঁ । যে মোরে বোলে তারে জিয়ন্তে মৈলোঁ।। না বোল সজনি আর কিছু না লয় মনে। সে বন্ধু বান্ধিঞাছোঁ পরাণ সনে। বন্ধুর আরতি হিয়ার মালা। পতির পিরিতে বিষের জ্বালা।। যে চিতে দঢ়াইলুঁ সেই সে হয়। খেপিল বাণ যেন […] keyboard_arrow_right
  • তেরছ নয়নে ধনি হেরই বামে
    তেরছ নয়নে ধনি হেরই বামে। তহি নহি দেখল নাগর শ্যামে।। চমকি উঠই তব চৌদিশে হেরি। সখিগণ আড়ে নেহারত গোরি।। যব নহি দেখল নাগর কান। দুরহি দূরে গেও রখ সঞে মান।। তবহি করই ধনি কত অনুবন্ধ। হিয়পর জাগল সো মুখচন্দ।। সখিরে পুছই তব কাঁহা মঝু নাহ। কহইতে বাঢ়য়ে বিরহক দাহ।। গোবিন্দদাস কহ কৈছন মান। অবিচারে কাহে […] keyboard_arrow_right
  • তেঁহ হুনি লাগল উচিত সিনেহ
    তেঁহ হুনি লাগল উচিত সিনেহ। হম অপমানি পঠওলহ গেহ।। হমরিও মতি অপথে চলি গেলি। দুধক মাছী দূতী ভেলি।। মাধব কি কহব ই ভল ভেলা। হমর গতাগত ই দুর গেলা।। পহিলহি বোললহ মধুরিম বানী। তোহহি সুচেতন তোহহি সয়ানী।। ভেলা কাজ বুঝাওল রোসে। কহি কী বুঝওবহ অপনুক দোষে।। keyboard_arrow_right
  • তৈখনে দেখল আর অপরূপ
    তৈখনে দেখল আর অপরূপ তমাল তরুর গাছে। সে গাছে কতেক চাঁদ ফলিয়াছে দেখি অদভুত সাজে।। কোথা হতে এল এত শশধর অরুণ সেখানে কেনে। ময়ূর ফণীতে একত্র দেখিয়ে কি হেতু ইহার সনে।।” সখীর বচন শুনিয়া তখন কহেন কোন বা সখী। “ও নব তমাল ও নব কিশোরী তাহাতে বেড়িয়া থাকি।। ফুলে ফুলে এক দেখ পরতেক ভুজঙ্গ না […] keyboard_arrow_right
  • তৈখনে সাজল সখি দুই-চারি
    তৈখনে সাজল সখি দুই-চারি। তুরিতহিঁ ভেটল রসিক মুরারি।। দুতিকে পুছল ব্রজ-কুশলকি বাত। কৈছন নন্দ যশোমতি মাত।। কৈছনে কাননে চরতহি ধেনু। কৈছনে সখাগণ পুরতহি বেণু।। কৈছনে আছয়ে ব্রজ-কূল-নারি। কৈছনে আছয়ে কিশোরী হমারি।। কৈছনে যমুনা উথলই নীর। কৈছনে সারিশুক বোলতহি ধীর।। এই সব পুছইতে গদগদ ভাষ। মুরছি পড়ল তহি গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • তৈখনে দেখল আর অপরূপ
    তৈখনে দেখল আর অপরূপ তমাল তরুর গাছে। সে গাছে কতেক চাঁদ ফলিয়াছে দেখি অদভুত সাজে।। কোথা হতে এল এত শশধর অরুণ সেখানে কেনে। ময়ূর ফণীতে একত্র দেখিয়ে কি হেতু ইহার সনে।। সখীর বচন শুনিয়া তখন কহেন কোন বা সখী। ও নব তমাল ও নব কিশোরী তাহাতে বেড়িয়া থাকি।। ফুলে ফুলে এক দেখ পরতেক ভুজঙ্গ না […] keyboard_arrow_right
  • তৈল হরিদ্রা আর কুঙ্কুম কস্তূরি
    তৈল হরিদ্রা আর কুঙ্কুম কস্তূরি। গোরা অঙ্গে লেপন করে নব নব নারী।। সুবাসিত জল আনি কলসি পূরিয়া। সুগন্ধি চন্দন আনি তাহে মিশাইয়া।। জয় জয় ধ্বনি দিয়া ঢালে গোরাগায়। শ্রীঅঙ্গ মুছাঞা কেহ বসন পরায়।। সিনান মণ্ডপে দেখ গোরা নটরায়। মনের হরিষে বাসুদেব ঘোষ গায়।। keyboard_arrow_right
  • তোড়ইতে কুসুম চলল যব রাই
    তোড়ইতে কুসুম চলল যব রাই। নাগর বাহু পসারল তথি যাই।। সুবদনি গরবিনি হিয়ে অভিলাষ। ঝূটহি কাঁদল তাহে মৃদু হাস।। অসূয়াদি ভাবে ভরল সব অঙ্গ। জলদ অরুণ দিঠি কতহুঁ বিভঙ্গ।। হেরয়ে কোই জনি ভয় ভেল তায়। ভাঙ-বিভঙ্গ রোখে পুন চায়।। ইহ কিলকিঞ্চিত-ভূষিত গোরি। কানু পটাঞ্চলে ধরই বিভোরি।। পদ আধ চলই চলই নাহি পার। ইহ যদুনন্দন কহ […] keyboard_arrow_right
  • তোদের দোঁহর দৈবের ঠাম
    তোদের দোঁহর দৈবের ঠাম। নিতি নিতি তোরা কলহ করিবি কত না সাধিব হাম।। নিতি নিতি তোদের এমতি করিয়ে কথাতে কথাতে দ্বন্দ্ব। সে বলে–“রাই রসিক নহে” তু বলিস–“উহ মন্দ।।” সে হেন নাগর গুণের সাগর জগৎ-দুর্ল্লভ লেহা। তু হেন নাগরী প্রেমের আগরি কেন বাড়াইলি লেহা।। নিতি নিতি তোরা এমতি করিবি ইথে কি পরাণ রয়। চণ্ডীদাস কহে– অবলা-পরাণে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ