তুহুঁ যদি সুন্দরি ভেটবি কান। মঝু উপদেশ করহ অবধান।। কুসুম চয়ন ছল কর অনুবন্ধ। তাহিঁ মিলাওব গোকুলচন্দ।। শুনইতে সুন্দরী উলসিত ভেল।। মোতিমদাম দূতিগলে দেল।। দূতিক পাণি ধয়ল নিজ হাথ। সাজল সুন্দরি সহচরি সাথ।। গজগামিনি মনিমোহন বেশ। রস পরিহাসে কুঞ্জ পরবেশ।। তরু তরু কিশলয় কুসুম উতারি। শেজ বিছাওল মেলি সহচরি।। হরি-পরিরম্ভণ সাধহিঁ ভোর। পুন পুন শামঁরি […]
keyboard_arrow_right