তুহুঁ বিছুরলি গোরি রহলি মথুরাপুরি নগরে নাগরি হেরি ভোরি। গগনে জলদ হেরি মনে মনরথ করি বিরহ-সাগরে ধনি বোরি।। শুন কানাই, করুণা-লব তোহে নাই। তোহারি, বিরহে ধনি নিশি দিশি ঝুরই তুরিতে মিলহ তুহুঁ যাই।। ধরনি শয়ন করি সঘন নয়ন ঝরি সহচরি রহত অগোরি। দিনে দিনে দূবরি কৈছে জিবন ধরি গোবিন্দদাস-পহুঁ ছোড়ি।।
keyboard_arrow_right