তুমি হে নিদয়া বড়ি। সে নব-নাগরী প্রেমের লহরী কেমনে রয়েছ ছাড়ি।। নিশি দিশি রাধা কান্দিয়া বিকল নয়ানে নাহিক ঘুম। কারে কিছু ধনী না কহে উত্তর তিলেক হয়েছে ভ্রম।। বদন-উপর কর আচ্ছাদিয়া লোরেতে ভরিয়া আঁখি। অঙ্গের বসন তিতল সকল আবেশে যে চন্দ্রমুখী।। গিয়া তরুবরে কদম্ব কুহয়ে বসিয়া নবীন রাই। তা দেখি বিষাদ বাড়িল অন্তর বিফলে কান্দিয়ে […]
keyboard_arrow_right