“তুমি মোর প্রাণ– পুথলি সমান যতক্ষণ নাহি দেখি। হৃদয় বিদরে তোর অগোচরে মরমে মরিয়া থাকি।। যেন বা কি ধন অমূল্য রতন পাইয়া আনন্দ বড়ি। ভাসি অশ্রুজলে আনন্দ-হিল্লোলে গৃহকাজ যত ছাড়ি।। শুনহ কানাই, আর কেহ নাই কেবল নয়ন-তারা । আঁখির নিমিখে পলকে পলকে কতবার হই হারা।। মরু মেন যত ধেনু গাই তোমার বালাই লয়ে। কালি হৈতে […]
keyboard_arrow_right