তুমি ত ভুলিয়া যাইবায় কলঙ্কিনীর কথা রে শ্যাম শ্যাম আমি কি ভুলিতে পারি হায়। শ্যাম রে আকাশে থাকেরে চান জলেতে কুমির বনে হরিণী হৈয়া তুই শিকারীর ফান্দ কেমনে লাগাইলাম গলায়, কৈতেকথা মনে না জুয়ায় আমি বাঁচি কি আশায়। শ্যাম রে বিষেতে আকুল প্রাণ ক্ষিণ্ণ হৈল তন আগুন দেখি বনের পোকা উড়িয়া আসি হারাইলাম জীবন। হায় […]
keyboard_arrow_right