তখনি বলিলু তোরে, যাইস না যমুনা তীরে, যাইস না লো কদম্বের তলে। তাহা না শুনিলা কাণে, এখন বলহ কেনে, গা মোর কেমন কেমন করে।। রাঙ্গা হাত রাঙা পা, মেঘের বরণ গা, রাঙ্গা সে দীঘল দুটি আঁখি। কাহার শকতি উহার, দিঠিতে পড়িলে গো, ঘরে আসে আপনাকে রাখি।। কাণের কুণ্ডল তার, আস্তা মানুষ গিলে, কাচা পাকা কিছুই […]
keyboard_arrow_right