কানুর লাগিয়া, জাগিয়া পোহাইনু এ চারি প্রহর রাতি। এতদিনে সই নিশ্চয় জানিলুঁ নিঠুর পুরুষ জাতি।। যতনে সাজিলুঁ ফুলের শেজ গন্ধে মহ মহ করে। অঙ্গ ছটফটি সহন না যায় দারুণ বিরহজ্বরে।। মেঘ দুরু দুরু দাদুরি বোলে ঝিঝা ঝিনিঝিনি বোলে। ঘোর আন্ধিয়ারে বিজুরি ছটায় হিয়ার পুতুলি দোলে।। চিতের আগুনি চিতে নিভাইতে যেমত করে পরাণ। কানুর এমন চপল […]
keyboard_arrow_right