কানুক প্রবোধ করি সহচরি যাই। তুরিতহি মিলল রসবতী ঠাঁই।। শ্যামদূতী দেখি রাই লহু লহু বোলে আদরে অনুসারি বসায়ল কোলে।। কাহে আওলি দূতী নাগর ছোড়। অকপট কহবি না রাখবি ঘোর।। চতুরা সহচরী আদর জানি। মরম নিবেদল লহু লহু বাণী।। তুরিতহি করলি কালিন্দী সিনান। তব তোঁহে হেরল নাগর কান।। মোহে পুছল সোই রসিক মুরারি। হাম কহল বৃষভানু-কুমারি।। […]
keyboard_arrow_right