কাঁচা কাঞ্চন-কাঁতি কমল-মুখি কুসুমিত কানন জোই। কুঞ্জ-কুটীরে কলাবতি কাতর কান্হু কান্হু করি রোই।। কি কহব কিতব কতয়ে কুল-কামিনি কঠিম কুসুম-শর সহই। করহিঁ কপোল কণ্ঠ করি কুঞ্চিত কালিন্দি-কূলমে রহই।। কর-কেয়ুর কটি-কিঙ্কিণিকঙ্কণ কাঢ়ল কন্ঠকি মালা। কো জানে কুচ-তটে কোন কামায়ল কাঁজরে কালিম হারা।। কেবল কান্ত-কথা কহি কান্দয়ে কাম-কলঙ্কিনি গোরি। কিঙ্কিত কাল কলপ করি মানয়ে গোবিন্দদাস পহুঁ ছোড়ি।।
keyboard_arrow_right