কতহুঁ যতন করি রাই সুনাগরি কয়লহি বহু উপহার। কনক থারি ভরি চিনি কদলীসর চন্দন মনোহর মাল।। প্রিয় সহচরি-হাতে দেল। তুরিতহি নন্দ মহলমাহা মীলল যশোমতি-আগে লই গেল।। বিবিধ মিঠাই যতন করি লেয়ল চিনি কদলী উপহার। খির সর নবনীত দধিকর শাকর বহুবিধ রস-পরকার।। ভোজন করায়ল বহু সুখ পাওল কর্পূর তাম্বুল দেল। যো কিছু অবশেষ রহল থারিপর গোবিন্দদাস […]
keyboard_arrow_right