বৃন্দাদেবী সময় জানিয়া। পাখীগণে কহে সম্বোধিয়া।। হোর দেখ নিশি বহি গেল। দশ দিশ অরুণিত ভেল।। নিজ নিজ সুমধুর স্বরে। জাগাওহ শ্রীরাধা শ্যামেরে।। বৃন্দাদেবীর আদেশ পাইয়া। রাই-শ্যামে কহে সম্বোধিয়া।। ওহে শ্যাম ব্রজেন্দ্র-নন্দন। মোরা কিছু করি নিবেদন।। সুবদনি কর অবধান। নিশি গেল হৈয়াছে বিহান।। জাগো জাগো যুগলকিশোর। অরুণ-কিরণ হেরি ঘোর।। কুমুদিনী তেজি অলি ধায়। আর তো রহিতে […]
keyboard_arrow_right