নিধুবনে শ্যাম বিনোদিনি জোর। বিধির অবধি দুহাঁকার রূপে সুখের নাহিক ওর।। আধ শিরে শোভে মউর মুকুট,আধ শিরে শোভে বেণি। কনক কমলে যৈছে বিরাজিত ফণি উগারল মণি।। আধ শ্রবণে মকর কুণ্ডল,আধ মরকত ছবি। আধ কপালে চান্দের উদয় আধ কপালে রবি।। আধ পহিরণ হিরণ কিরণ আধ নীলমণি জ্যোতি। আধ অঙ্গে বনমালা দুলে আধে বিরাজিত গজমোতি।। মন্দ মলয় […]
keyboard_arrow_right