ধনি সিন্দুর-বিন্দু ললাট বনী। অলকা ঝলকে তঁহি নীলমণী।। তহি শ্রীখণ্ড কুণ্ডল ভাঙু-পাতা। ভুরু-ভঙ্গিম চাপ ভুজঙ্গ-লতা।। নয়নাঞ্চল চঞ্চল খঞ্জরিটা। তহি কাজর শোভিত নীল-ছটা।। তিল-পুষ্প সমান নাসা ললিতা। কনকাতি ভাতি ঝলকে মুকুতা।। ধনি সুন্দর শারদ-ইন্দু-মুখী। মধুরাধর-পল্লব বিম্বুলখী।। গলে মোতিম-হার সুরঙ্গ মালা। কুচ-কাঞ্চন-শ্রীফল তাহে খেলা।। নব-যৌবন-ভার-ভরে গুরুয়া। তঁহি অঙ্গে সুলেপন গন্ধ চুয়া।। খিণ উদর পাশে শোভে ত্রিবলী। কটি […]
keyboard_arrow_right